আশপাশে কফি তৈরির যন্ত্র এবং উপকরণ দেখা গেলেও কোনো কর্মীর দেখা মিলবে না এই কফির দোকানে। কফির ফরমাশ নেওয়া কর্মীর সন্ধান না পেয়ে চলে আসতে চান কেউ কেউ। তবে একটু মনোযোগ দিয়ে তাকালে দেখা যাবে, ক্রেতার ফরমাশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে একটি রোবট। নাম তার ‘অ্যাডাম’। ক্রেতার ফরমাশ অনুযায়ী দ্রুত কফি বানিয়ে দিতে পারে রোবটটি।
বিস্তারিত পড়ুনঃ ফরমাশ পেলে কফি বানিয়ে দেয় এই রোবট