প্লেস্টেশনের ‘রিমোট’ সংস্করণ বানাচ্ছে সনি

‘প্রজেক্ট কিউ’ নামে প্লেস্টেশন কনসোলের একটি ‘পোর্টেবল সংস্করণ’ তৈরির ঘোষণা দিয়েছে জাপান ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট সনি।

হাতে বহনযোগ্য এই ব্যবস্থা অনেকটা প্লেস্টেশন ৫-এর কন্ট্রোলার কেটে অর্ধেক করলে যেমনটা দেখাবে, তেমন। এর মাঝখানে স্ক্রিন বসানো হয়েছে – প্রতিবেদনে বলেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

বিস্তারিত পড়ুনঃ প্লেস্টেশনের ‘রিমোট’ সংস্করণ বানাচ্ছে সনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *