প্রি-অর্ডারে স্ট্যান্ডবাইমি গো বিক্রিতে এলজির রেকর্ড

সহজে বহনযোগ্য ও টাচ-স্ক্রিন ওএলইডি ডিসপ্লের স্ট্যান্ডবাইমি গো টিভি বাজারজাত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি। আর এ ডিভাইস বিক্রিতে নতুন রেকর্ডও তৈরি হয়েছে। প্রি-অর্ডারে মাত্র ১০ মিনিটের মধ্যে প্রথম ধাপের ২০০টি ডিভাইস বিক্রি হয়ে গেছে। নতুন পোর্ট্রেবল টেলিভিশনটি স্ট্যান্ডবাইমি লাইনআপের নতুন সংযোজন। বাসার বাইরে বিশেষ করে ক্যাম্পিং বা পিকনিকে এটি সহজে ব্যবহার করা যাবে। এর মূল্য ৮৯৬ ডলার। দ্য কোরিয়া হেরাল্ড

বিস্তারিত পড়ুনঃ প্রি-অর্ডারে স্ট্যান্ডবাইমি গো বিক্রিতে এলজির রেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *