এবার প্রিয় ল্যাপটপ ব্যাংকের উপহার পেলেন সিরাজগঞ্জের তামান্না আদিয়া তুলি। তিনি কোর আই-থ্রি প্রসেসরের একটি ডেস্কটপ কম্পিউটার পেয়েছেন।
২৩ জানুয়ারি সোমবার প্রিয়’র ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে কম্পিউটারটি গ্রহণ করেন।
তামান্না আদিয়া তুলি সিরাজগঞ্জের দারুল ইসলাম মহিলা কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রিয় ল্যাপটপ ব্যাংকে আবেদন করলে প্রাথমিক যাচাই শেষে তাকে নির্বাচিত করা হয়।
তবে ল্যাপটপ নয়, তামান্না পেয়েছেন একটি ডেস্কটপ কম্পিউটার। কোর আই-থ্রি প্রসেসরের এই ডেস্কটপের সঙ্গে মনিটর, কি-বোর্ড ও মাউস দেওয়া হয়েছে।
তামান্না জানান, এই কম্পিউটার তার পড়াশোনার কাজের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির কাজে সহযোগিতা করবে।
তিনি বলেন, ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করার জন্য একটি কম্পিউটার খুবই দরকার ছিল। যেটি প্রিয় ল্যাপটপ ব্যাংকের মাধ্যমে আজ পেয়ে গেলাম।
কম্পিউটার গ্রহণের সময় তামান্নার সঙ্গে উপস্থিত ছিলেন তার বড় বোন তানজিলা খাতুন, যিনি স্নাতক ৪র্থ বর্ষে অধ্যয়নরত। তিনি বলেন, আমি নিজেও গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেছি। কিন্তু কম্পিউটার না থাকায় সেগুলো নিয়মিত প্র্যাকটিস করতে পারছিলাম না। ফ্রিল্যান্সিং করতে পারছিলাম না। আমাদের কাছে একটি ল্যাপটপ বা কম্পিউটার স্বপ্নের মতো, যেটা আজ সত্যি হলো। প্রিয়কে ধন্যবাদ।
তামান্নার হাতে কম্পিউটার তুলে দেন প্রিয়’র স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজার নাজমুস সাকিব নিলয়, প্রিয় নিউজের সহ-সম্পাদক আশরাফ ইসলাম, বিজনেস ডেভলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ আল ইমরান, প্রিয় নিউজের সহ-সম্পাদক উম্মে হানি, গ্রাফিক্স ডিজাইনার মেহেদি হাসান।