অনেকেই আছেন প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ দিবস মনে রাখতে পারেন না। কাজের চাপে হয়তো বন্ধু বা প্রেমিকার জন্মদিন ভুলে গিয়ে অপরাধ করে ফেলেন। হ্যাঁ, এই ভুলকে রীতিমত অপরাধের বিভাগেই ফেলেন অনেকে! তবে আপনার সারাক্ষণের সঙ্গী স্মার্টফোনটি কিন্তু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
স্মার্টফোনে ছোট্ট একটি কাজ করে রাখলে এমন ভুল আর করতে হবে না আপনাকে। সময়মতো প্রিয়জন, প্রেমিকা বা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-
বিস্তারিত পড়ুনঃপ্রিয়জনের জন্মদিন, বিশেষ দিবস মনে করিয়ে দেবে গুগল