১৯৯৯ সালের শুরুর দিকে গুগলের দুই প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ সার্চ ইঞ্জিনটি বিক্রির সিদ্ধান্ত নেন। সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান এক্সাইটের সিইও জর্জ বেলের কাছে মাত্র ১০ লাখ ডলারে গুগল বিক্রির প্রস্তাব করেন তাঁরা। তবে বেল প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে বিনোদ খোসলা নামে এক্সাইটের একজন বিনিয়োগকারী ব্রিন এবং পেজের সঙ্গে ৭ লাখ ৫০ ডলার পর্যন্ত দর-কষাকষি করেন। তবে এটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কোনো ক্রেতার সঙ্গেই চুক্তি না হওয়ায় শেষ পর্যন্ত আর গুগল বিক্রি করেননি দুই প্রতিষ্ঠাতা।
বিস্তারিত পড়ুন: প্রায় বিক্রি হয়ে গিয়েছিল গুগল