বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের মেয়ে আমিনা খাতুন রোমানা। ছোটকাল থেকেই রোমানা ছিলেন স্বনির্ভর একজন মানুষ। ছোটবেলা থেকেই নিয়েছেন বিভিন্ন কাজের উদ্যোগ। নিজের মনের লালিত স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছিলেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে করেছেন ডিপ্লোমা। সেখানে পড়ার সময় শুধু পড়াশোনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় নারীদের ছোটখাটো কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন। তিনি নারীদের জন্য চালু করেছিলেন নৈশকালীন বিদ্যালয়। যেখানে গ্রামের নিরক্ষর নারীদের অক্ষর জ্ঞান দান করতেন।
বিস্তারিত পড়ুনঃ প্রযুক্তির ব্যবহারে স্বাবলম্বী