প্রথম প্রান্তিকে ওএলইডি স্মার্টফোনের বিক্রি বেড়েছে

স্মার্টফোনে ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে ডিসপ্লের ওপর ভিত্তি করেই গ্রাহক তাদের পছন্দের ফোন বেছে নেন। স্মার্টফোনের ডিসপ্লে তাই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা গ্রাহকের ক্রয় প্রবণতাকেও প্রভাবিত করছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসহ ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লের উন্নত ভিউ অ্যাঙ্গেল, কালো রঙের সামঞ্জস্যতা ও ব্যাটারির দীর্ঘ আয়ু এলসিডির (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) তুলনায় আরো ভালো দেখার অভিজ্ঞতা প্রদান করে। ওএলইডি ডিসপ্লেকে তাই ভিন্নামাত্রায় উপস্থাপনের দিকে ঝুঁকছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। যেমন এটির পাতলা ও নমনীয় প্যানেল বাঁকানো ডিসপ্লেসহ সরু আকৃতির স্মার্টফোন তৈরির সুযোগ এনে দেয়। 

বিস্তারিত পড়ুনঃ প্রথম প্রান্তিকে ওএলইডি স্মার্টফোনের বিক্রি বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *