প্রথম ইভি হিসেবে বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ি টেসলার মডেল ওয়াই

প্রথমবারের মতো কোনো বৈদ্যুতিক যান বা ইভি হিসেবে বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ির তালিকার শীর্ষে এসেছে টেসলার মডেল ওয়াই। জ্যাটো ডাইনামিকসের তথ্য বিশ্লেষণ অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে টয়োটার আরএভি ৪ ও করোলাকে হটিয়ে টেসলার মডেল ওয়াই সবচেয়ে বেশি বিক্রীত গাড়ির রেকর্ড করেছে। মডেল ওয়াইয়ের দাম ৪৭ হাজার ৪৯০ মার্কিন ডলার। অপর দিকে করোলা ২০২৩ ও আরএভি ৪–এর দাম যথাক্রমে ২১ হাজার ৫৫০ মার্কিন ডলার ও ২৭ হাজার ৫৭৫ মার্কিন ডলার। দাম অপেক্ষাকৃত বেশি হওয়ার পরও বেশি বিক্রি হয়েছে টেসলার এই বৈদ্যুতিক গাড়ি।

বিস্তারিত পড়ুনঃ প্রথম ইভি হিসেবে বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ি টেসলার মডেল ওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *