প্রথমবারের মতো কোনো বৈদ্যুতিক যান বা ইভি হিসেবে বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ির তালিকার শীর্ষে এসেছে টেসলার মডেল ওয়াই। জ্যাটো ডাইনামিকসের তথ্য বিশ্লেষণ অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে টয়োটার আরএভি ৪ ও করোলাকে হটিয়ে টেসলার মডেল ওয়াই সবচেয়ে বেশি বিক্রীত গাড়ির রেকর্ড করেছে। মডেল ওয়াইয়ের দাম ৪৭ হাজার ৪৯০ মার্কিন ডলার। অপর দিকে করোলা ২০২৩ ও আরএভি ৪–এর দাম যথাক্রমে ২১ হাজার ৫৫০ মার্কিন ডলার ও ২৭ হাজার ৫৭৫ মার্কিন ডলার। দাম অপেক্ষাকৃত বেশি হওয়ার পরও বেশি বিক্রি হয়েছে টেসলার এই বৈদ্যুতিক গাড়ি।
বিস্তারিত পড়ুনঃ প্রথম ইভি হিসেবে বিশ্বের সর্বাধিক বিক্রীত গাড়ি টেসলার মডেল ওয়াই