ওপেন এআইয়ের চ্যাটজিপিটি নির্মাণে যাঁরা কাজ করেছেন তাঁরা প্রায় সবাই গুগলের সাবেক কর্মী। সব মিলিয়ে ১২ জনের বেশি সাবেক গুগলকর্মী এখন ওপেনএআইয়ে কাজ করছেন। চ্যাটজিপিটি তৈরির আগে গুগলে তাঁরা এআই টুল তৈরির কাজ করতেন। ২০১৭ সালে গুগলের গবেষকরা যে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন সেটার ওপর ভিত্তি করেই চ্যাটজিপিটির প্রযুক্তি দাঁড় করানো হয়।
বিস্তারিত পড়ুনঃ প্রতিদ্বন্দ্বী কম্পানিতে সাবেক গুগল কর্মী, আপত্তি নেই পিচাইয়ের