শাওমির সাব-ব্র্যান্ড পোকো আনল নতুন ফোন। মডেল পোকো এক্স৫ ৫জি। এটি একটি মিডরেঞ্জের স্মার্টফোন।
ব্ল্যাক, ব্লু ও গ্রিন- এই তিনটি কালারে মিলতে চলেছে ফোনটি। ফোনটিতে থাকছে আয়তাকার ক্যামেরা সেটআপ। সামনের ডিসপ্লের সেন্টারে পাঞ্চ হোল করে থাকছে ফ্রন্ট ক্যামেরাটি। ফোনের মাথায় থাকছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
বিস্তারিত পড়ুনঃ পোকো এক্স৫: ৮ জিবি র্যামের স্মার্টফোন