হৃদ্রোগের জন্য পেসমেকার ও শরীরে প্রতিস্থাপিত অন্যান্য যন্ত্র ব্যবহারকারীদের সতর্ক হয়ে আইফোন ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল কম্পিউটার। প্রতিষ্ঠানটি বলছে, এসব যন্ত্র ব্যবহার করলে বুক থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে আইফোন রাখতে হবে।অ্যাপল সতর্ক করে বলছে, চুম্বক ও তড়িৎ–চৌম্বকীয় ক্ষেত্র (ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড) চিকিৎসাযন্ত্রগুলোর কাজে বাধা তৈরি করতে পারে। এতে বড় ধরনের বিপদের শঙ্কা থাকে। অ্যাপলের অনুমান, মার্কিন নাগরিকদের মধ্যে অন্তত ৩০ লাখ মানুষের শরীরে পেসমেকার রয়েছে ও দুই লাখ মানুষের ডিফিব্রিলেটর (হৃৎস্পন্দন অস্বাভাবিক হলে বৈদ্যুতিক শক দিয়ে হৃৎস্পন্দনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার যন্ত্র) রয়েছে।
বিস্তারিত পড়ুনঃ পেসমেকার থাকলে বুক থেকে ৬ ইঞ্চি দূরে আইফোন রাখার পরামর্শ অ্যাপলের