পৃথিবীতে এমন কিছু মোটরসাইকেল আছে যেগুলোর দাম গাড়িকেও হার মানাবে। সবচেয়ে দামি বাইকের প্রসঙ্গ উঠলে অনেকেরই মাথায় আসে হারলে ডেভিডশন অথবা বিএমডাব্লিউ-এর নাম। কিন্তু জানেন কি? এদের থেকেও দামি মোটরসাইকেল রয়েছে পৃথিবীতে।
এই সব বাইক সচরাচর রাস্তায় দেখা যায় না। সাধারণ মানুষের কাছ এই সমস্ত বাইক স্বপ্নের চেয়ে কম নয়। অত্যাধিক দাম এবং বিলাসবহুল হওয়ার কারণে খুবই সীমিত সংখ্যায় এই বাইকগুলো বিক্রি করে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। জানুন বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল সম্পর্কে।
বিস্তারিত পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে দামি মোটরসাইকেল