গান শোনার বিভিন্ন মাধ্যম থাকলেও নিয়মিত ফোনে এফএম রেডিও স্টেশনের গান শোনেন অনেকেই। তবে ফ্রিকোয়েন্সি না থাকায় এক দেশে বসে অন্য দেশের রেডিও স্টেশনগুলোর গান ফোনে শোনা যায় না। এ সমস্যার সমাধান দেবে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ‘রেডিও গার্ডেন’ অ্যাপ। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামানোর পর চাইলেই অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যায়। শুধু তা–ই নয়, রেডিও গার্ডেনের ওয়েবসাইটে প্রবেশ করে কম্পিউটার থেকেও বিভিন্ন দেশের রেডিও স্টেশনগুলোর গান বা অনুষ্ঠান সরাসরি শোনা সম্ভব। অ্যাপটি পৃথিবীর ত্রিমাত্রিক মানচিত্রও বটে। মানচিত্রে অসংখ্য সবুজ বিন্দু ছড়িয়ে আছে বিশ্বের সব দেশের নানা শহরজুড়। ডানে-বাঁয়ে, ওপরে-নিচে যেকোনো শহরের অবস্থানে থাকা বিন্দুতে গেলেই শোনা যাবে সেখানকার রেডিও। সবুজ বিন্দু মানেই এখানে রেডিও স্টেশন।
বিস্তারিত পড়ুন: পৃথিবীর মানচিত্রে নানা দেশের রেডিও সরাসরি শোনা যায় এই অ্যাপে