এখনকার তরুণদের কাছে যদি জানতে চাওয়া হয় পৃথিবীর প্রথম সুপারবাইক কোনটি? তবে অনেকেই সঠিক উত্তর দিতে পারবে না। বিশ্বের প্রথম সুপারবাইক তৈরি হয়েছিল ৫৪ বছর আগে। যার যদি চিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। এই বাইকে ছিল ডিস্ক ব্রেক এবং ফোর সিলিন্ডার ইঞ্জিন।
১৯৬৯ সালের ৫ এপ্রিল বিশ্বের প্রথম প্রথম সুপারবাইক এনেছিল হোন্ডা। মডেল সিবি৭৫০। ওই বাইকটি সর্বপ্রথম ব্রাইটন মোটরসাইকেল শোতে প্রদর্শন করা হয়েছিল। বাইকটি একনজর দেখতে রীতিমতো ভিড় ছিল।
বিস্তারিত পড়ুনঃ পৃথিবীর প্রথম সুপারবাইক কোনটি?