পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণকারী নতুন চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীদের নজরে এলো নতুন এই চাঁদ।
মহাকাশ বিজ্ঞানীরাদের ভাষ্য, এ যেনো নতুন এক চাঁদ। তবে সে চাঁদের মতো পৃথিবীর উপগ্রহ নয়। কিন্তু এই নতুন চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীকে। তবে চাঁদের মতো গতিবিধি তা নয়। আছে বড় ফরাক। একে তাই বিজ্ঞানীরা বলছেন ‘কোয়াসি মুন’ বা আধা-চাঁদ।
বিস্তারিত পড়ুনঃ পৃথিবীকে প্রদক্ষিণকারী নতুন ‘চাঁদে’র সন্ধান