পূর্ব নির্ধারিত সময়ের আগেই নানান সংকটে বিপর্যস্ত টুইটার উদ্ধারের অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নামলেন নতুন প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো।
“অবশেষে– হিসাবের খাতায় প্রথম দিন!” আর বিস্তারিত কিছু উল্লেখ না করে সোমবার দিনের শেষ ভাগে টুইট করেন টুইটারের এই নতুন সিইও।
শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে কেবল নারী প্রধান নন, কাজের অভিজ্ঞতার দিক থেকেও ব্যতিক্রম লিন্ডা। তিনি এসেছেন বিপণন বিভাগ থেকে। এর আগে প্রথম সারির প্রযুক্তি কোম্পানিতে সিইও হিসাবে নিয়োগ পাওয়া সবাই এসেছেন সফটওয়্যার বা প্রকৌশল বিভাগ থেকে।
বিস্তারিত পড়ুনঃ পূর্বঘোষিত সময়ের আগেই টুইটারের হাল ধরলেন লিন্ডা ইয়াকারিনো