পুরো সক্ষমতা নিয়ে এআইয়ের পেছনে এবার শীর্ষ বিজ্ঞাপনী কোম্পানি

পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থার খেতাবধারী ডব্লিওপিপি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপন তৈরির জন্য জোট বেঁধেছে চিপ প্রস্তুতকারক শীর্ষ কোম্পানি এনভিডিয়ার সঙ্গে।

সোমবার কোম্পানি দুইটি তাদের অংশীদ্বারিত্বের ঘোষণা দেয়। সেইসঙ্গে তাইপেতে চলমান ‘কম্পিটেক্স’ প্রদর্শনীতে ডব্লিওপিপির নতুন কনটেন্ট ইঞ্জিনের একটি নমুনা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং দেখিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

“জেনারেটিভ এআই বিপণনের জগৎটাকে দুর্বার গতিতে বদলে দিচ্ছে। এই প্রযুক্তি আগামীতে বাণিজ্যিক কন্টেন্ট তৈরির ধারাকে আমূল বদলে দেবে।” – বলেছেন ডব্লিওপিপি’র সিইও মার্ক রেড।

বিস্তারিত পড়ুনঃ পুরো সক্ষমতা নিয়ে এআইয়ের পেছনে এবার শীর্ষ বিজ্ঞাপনী কোম্পানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *