পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করল অ্যাপল

অ্যাপল সচরাচর পুরোনো মডেলের আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করে না। কিন্তু সম্প্রতি সাফারি ব্রাউজারের ওয়েবকিটে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে অ্যাপল। শনাক্ত হওয়া ত্রুটিটি হ্যাকাররা ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই তড়িঘড়ি করে নতুন মডেলের আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করে প্রতিষ্ঠানটি। তবে সংস্করণটি পুরোনো আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য ‘আইওএস ১৫.৭.৪’ ও ‘আইওপ্যাডওএস ১৫.৭.৪’ উন্মুক্ত করেছে অ্যাপল।

বিস্তারিত পড়ুনঃ পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করল অ্যাপল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *