মোটরসাইকেল যখন কিনে আনেন তখন চকচক করে। কিছুদিন যেতে না যেতেই ফ্যাকাসে হয়ে যায় রঙ। চাইলে পুরনো বাইক নতুনের মতো চকচকে রাখতে পারেন। এজন্য আপনাকে বাইকের গায়ে মাখতে হবে পলিশ। এই পলিশ যেকোনো বাইকের এক্সেসরিজ বিক্রি করে এমন দোকানে পাবেন। এক কৌটা পলিশ কিনলে কয়েক মাস যাবে। এর দামও হাতের নাগালে। পলিশ করলে বাইকের ফ্যাকাসে রঙ কাটানো যায়।
বিস্তারিত পড়ুনঃপুরনো বাইক নতুনের মতো চকচকে রাখার উপায়