পিক্সেল ৮-এর সঙ্গে ওয়াচ ২ আনবে গুগল

পিক্সেল ওয়াচ বাজারজাতে কয়েক বছর সময় নিয়েছে গুগল। তবে পরবর্তী প্রজন্মের ওয়্যারেবল ডিভাইস বাজারজাতে খুব একটা সময় নেবে না যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। নাইনটুফাইভগুগলের এক সূত্রের তথ্যানুযায়ী, সফটওয়্যার জায়ান্টটি শরতেই পিক্সেল ওয়াচ ২ বাজারে নিয়ে আসবে। মূলত পিক্সেল ৮ ডিভাইসের সঙ্গেই এটি উন্মোচন করা হবে বলে জানা গেছে। খবর এনগ্যাজেট।

বিস্তারিত পড়ুনঃ পিক্সেল ৮-এর সঙ্গে ওয়াচ ২ আনবে গুগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *