বাজাজ পালসারকে টেক্কা দিতে ভারতের হিরো মটোকর্প নতুন স্পোর্টস বাইক আনছে। ১২৫ সিসির এই বাইকের মডেল হিরো এক্সট্রিম ১২৫।
কমিউটার বাইকের বাজারে চেনা নাম হিরো মটোকর্প। যার মোটরসাইকেল চড়েননি বা কেনেননি এমন মানুষ খুবই কম। দুর্দান্ত মাইলেজ এবং দমদার পারফরম্যান্সের জন্য ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠান। তবে ১০০ সিসির বেশি ১২৫ সিসির ক্ষেত্রে হিরো মটোকর্প বাইকের আধিপত্য থাকলেও লুকে তেমন আকর্ষণীয় নয়।
বিস্তারিত পড়ুনঃ পালসারকে টেক্কা দেবে হিরোর এই স্পোর্টস বাইক