সাধারণ থার্মোমিটারে থাকে মার্কারি বা পারদ। উত্তাপে এই পারদ সম্প্রসারিত হয়। কতটুকু উত্তাপের সংস্পর্শে এলে তা ঠিক কতটা সম্প্রসারিত হয়, সেই হিসাব–নিকাশ করেই তাপমাত্রার দাগ কাটা থাকে সাধারণ থার্মোমিটারের গায়ে। হালে জনপ্রিয়তা পেয়েছে ডিজিটাল থার্মোমিটার। এতে কিন্তু পারদ নেই। বরং রয়েছে প্রযুক্তির আধুনিকতার প্রয়োগ।
বিস্তারিত পড়ুনঃ পারদ ছাড়া কীভাবে জ্বর মাপে ডিজিটাল থার্মোমিটার