পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে হামলা চালাচ্ছে সাইবার অপরাধী

রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকে। এই নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হন অনেকেই। এ রকম পাবলিক ওয়াই-ফাই রাউটারের নিয়ন্ত্রণ নিয়ে ম্যালওয়ার ছড়িয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাক করছে সাইবার অপরাধীরা। ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা এমন তথ্য জানিয়েছেন।

রোমিং মান্টিস প্রচারণা নামে পরিচিত সাইবার অপরাধের এই ধরন ২০১৮ সালে প্রথম শনাক্ত করে ক্যাসপারস্কি। এতে ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) পরিবর্তন করে সাইবার অপরাধীরা। অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রের নিয়ন্ত্রণ নিতে ডিএনএস পরিবর্তন করে ক্ষতিকর অ্যান্ড্রয়েড প্যাকেজ বা এপিকে ফাইল ব্যবহার করে অপরাধীরা। এ ছাড়া আইওএস-চালিত যন্ত্রের জন্য ফিশিং এবং কম্পিউটারের জন্য ক্রিপ্টো মাইনিং কৌশল ব্যবহার করে। এভাবে ব্যবহারকারীর যন্ত্র থেকে তথ্য চুরি করে সাইবার অপরাধীরা।

বিস্তারিত পড়ুন: পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে হামলা চালাচ্ছে সাইবার অপরাধী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *