দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম ২০২৫ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ফ্লাইং ট্যাক্সি সেবা দেওয়া শুরু করবে। আয় বাড়াতে ফ্লাইং ট্যাক্সিটি বিশাল ভূমিকা রাখবে বলে আশা করছে কম্পানিটি। ফ্লাইং ট্যাক্সি বানানোর জন্য গত বছর যুক্তরাষ্ট্রের জবি এভিয়েশনের সঙ্গে চুক্তি করে এসকে টেলিকম। এই ট্যাক্সি পর্যটন ও স্বাস্থ্য খাতে সেবা দেবে। একই সঙ্গে মালপত্র পরিবহনেও ব্যবহৃত হবে।
সূত্র : সিএনবিসি