নিজস্ব প্ল্যাটফর্মের কিছু সংখ্যক কুখ্যাত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে সম্ভবত অর্থ উপার্জন করছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
গবেষণায় উঠে আসা তথ্য বলছে এই অর্থের পরিমান কোটি ডলারের বেশিও হতে পারে।
‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)’ নামের অলাভজনক সংস্থার গবেষণা বলছে, একসময় প্ল্যাটফর্মে নিষিদ্ধ ছিল, এমন কেবল ১০টি অ্যাকাউন্টের কাছ থেকে বছরে এক কোটি ৯০ লাখ ডলারের বিজ্ঞাপনী আয় করবে টুইটার।
বিস্তারিত পড়ুনঃ নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে কোটি ডলার কামাই টুইটারের?