ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় প্লাগ–ইন লার্নপ্রেসে তিনটি ত্রুটির সন্ধান পেয়েছেন প্যাচস্ট্যাকের নিরাপত্তা গবেষকেরা। এই ত্রুটির ফলে বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেসে তৈরি প্রায় এক লাখ ওয়েবসাইট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে প্লাগ–ইনগুলোর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: নিরাপত্তাঝুঁকিতে ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট