নিজে নিজেই বাংলা শিখেছে গুগল ‘বার্ড’

বাংলা শেখাতে হয়নি। নিজে নিজেই শিখে নিয়েছে। ইংরেজি থেকে হুবহু বাংলা অনুবাদ করেও দিচ্ছে। বলা হচ্ছে গুগলের নয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই)‘বার্ড’-এর কথা। 

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে প্রযুক্তির বাজারে পা রেখেছে গুগলের এই নতুন সৃষ্টি। যার ‘চালচলন’ দেখে হতবাক তার স্রষ্টারাও। সম্প্রতি বার্ড-এর আবির্ভাব নিয়ে সাক্ষাৎকারে তেমনই বলেছেন গুগলের সিইও সুন্দর পিচাই, ভাইস প্রেসিডেন্ট সিসি শাও এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মানিকা।

বিস্তারিত পড়ুনঃ নিজে নিজেই বাংলা শিখেছে গুগল ‘বার্ড’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *