বিশ্বব্যাপী নিজেদের এআই চ্যটবট নিয়ে প্রচারণা চালিয়ে এবার নিজ কর্মীদেরকেই চ্যাটবট ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিল গুগল। সেই সতর্কতার আওতায় তাদের নিজেদের চ্যাটবট বার্ডও রয়েছে।
গুগল তার কর্মীদেরকে কোম্পানির কোনো গোপন তথ্য চ্যাটবটে প্রকাশ করতে নিষেধ করেছে বলে অন্তত চারটি সূত্র নিশ্চিত করেছে রয়টার্সকে। বিষয়টি গুগলও নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে লিখেছে সংবাদমাধ্যমটি। আর কোম্পানিটি এ বিষয়ে তাদের তথ্য নিরাপত্তার নীতিমালার কথা উল্লেখ করেছে।
বিস্তারিত পড়ুনঃ নিজেদের চ্যাটবট নিয়েই গুগল সতর্ক করল কর্মীদের