নিজেদের ‘স্পটিফাই লাইভ’ নামের স্ট্যান্ডআলোন অ্যাপটি বন্ধ করছে সুইডিশ অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই।
এর আগে ‘স্পটিফাই গ্রিনরুম’ নামে পরিচিতি পাওয়া লাইভ অডিও অ্যাপটি ‘বেটি ল্যাবসের’ অধিগ্রহণের মধ্য দিয়ে আসে। ২০২১ সালে ছয় কোটি ২০ লাখ ডলারে ওই চুক্তির কথা সোমবার সঙ্গীতবিষয়ক সাইট ‘মিউজিক অ্যালাই’কে জানায় কোম্পানিটি।
বিস্তারিত পড়ুনঃ নিজস্ব লাইভ অডিও অ্যাপ বন্ধ করছে স্পটিফাই