নরওয়েতে ড্রোন ডেলিভারি চালু

নরওয়ের ড্রোন লজিস্টিকস কম্পানি এভিয়েন্ট ড্রোনের মাধ্যমে চালু করেছে হোম ডেলিভারি সেবা ‘কাইট’। বরফে ঢাকা দেশটির জনমানবহীন এলাকায় খাবার, বাজারসদাই ও ওষুধ নিয়ে যাবে এই ড্রোন। একবারে ৩০ কিলোমিটার পাড়ি দিতে পারবে এটি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) তিন শিক্ষার্থী মিলে ২০২০ সালে এই এভিয়েন্ট কম্পানি খোলেন।সে সময় পরীক্ষামূলকভাবে ড্রোনটি মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও পণ্য পৌঁছে দিতে সক্ষম হয়।                  

সূত্র : টেকইউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *