ভারতীয় বাজারে হুন্ডাই নিয়ে এলো নতুন হ্যাচব্যাক গাড়ি। ৫ সিটের হ্যাচব্যাক গাড়িটির নাম হুন্ডাই গ্র্যান্ড আই১০ নিওস। গাড়িটি হুন্ডাইয়ের গ্র্যান্ড আই১০-এর একটি আপডেট সংস্করণ। আগের গাড়ির তুলনায় এটির ডিজাইনে অনেক পরিবর্তন করা হয়েছে।
তবে আগের মতোই নতুন গাড়িটিতে দেওয়া হয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা ৮৩পিএস শক্তি এবং ১১৪ এনএম পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটিতে দেওয়া হয়েছে একটি ৫ স্পিড ম্যানুয়াল এএমটি। একই ইঞ্জিন সিএনজি বিকল্প অফার করবে গাড়িটির। যা ৬৯পিএস এবং ৯৫.২এনএমের কম আউটপুট উৎপন্ন করে। এটি শুধু ৫ স্পিড-এর ম্যানুয়াল ট্রান্সমিশনে পাওয়া যায়।