১৫ বছর পর বাজাজ পালসার ২২০এফ বাইক নতুন রূপে ফিরছে। সেসময় বাজাজের লিজেন্ডারি পালসার মডেল ছিল ২২০এফ। তবে ২০২২ সালের এপ্রিলে এই সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলটিকে বন্ধ করে দেয় সংস্থাটি। তবে গ্রাহকদের মধ্যে বাইকটির ব্যাপক চাহিদা থাকায় নতুন রূপে নিয়ে আসতে বাধ্য হলো বাজাজ।
বিস্তারিত পড়ুনঃ নতুন রূপে ফিরছে বাজাজ পালসার ২২০এফ