গ্রাহকদের জন্য নিজেদের জনপ্রিয় পোস্টপেইড সেবা মাইপ্ল্যানকে আরও উন্নত রূপে নিয়ে এসেছে গ্রামীণফোন। ‘নতুন উন্মোচিত গ্রামীণফোন প্রাইম’ এর উদ্দেশ্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রামীণফোনের সম্মানিত পোস্টপেইড গ্রাহকদের পরিবর্তনশীল ও নতুন চাহিদা পূরণে দুর্দান্ত সব সুবিধা প্রদান করা।
গতানুগতিক ফোন প্ল্যানের ধারণাকে পাল্টে দিয়ে গ্রাহকদের প্রাত্যহিক জীবনের স্মার্ট ও আধুনিক সব প্রয়োজনীয়তাকে বিবেচনা করে একটি ডিজিটাল লাইফস্টাইল সঙ্গী হিসেবে সাজানো হয়েছে গ্রামীণফোন প্রাইম। উদ্যোক্তা এবং তরুণ পেশাদারদের মতো আপসহীন, দ্রুতগতির জীবনযাত্রায় অভ্যস্ত গ্রাহকদের জীবনে এটি হতে পারে এক অনন্য সংযোজন, যা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের ‘প্রাইমে’ থাকার সুযোগ করে দেবে!
বিস্তারিত পড়ুনঃ নতুন রূপে গ্রামীণফোনের পোস্টপেইড সেবা মাইপ্ল্যান