নতুন ম্যাকবুক এয়ার, আইম্যাকে এম৩ চিপ থাকবে?

পলের পরবর্তী ম্যাকবুক এয়ার ও আইম্যাকে ব্যবহৃত হতে পারে ‘এম৩’ প্রসেসর। এমনই ধারণা প্রকাশ করেছেন নির্ভরযোগ্য এক অ্যাপল বিশ্লেষক।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, অ্যাপল এমন এক শ্রেণির ম্যাকবুক এয়ার ও আইম্যাক নিয়ে কাজ করছে, যেটিতে উচ্চক্ষমতাসম্পন্ন তিন ন্যানোমিটারের ‘এম৩’ চিপ ব্যবহৃত হয়েছে।

আপগ্রেড করা এই ডিভাইসগুলো কবে নাগাদ বাজারে আসবে, ওই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা না মিললেও গারম্যানের অনুমান বলছে, এই বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে এম৩ চিপ উন্মোচিত হতে পারে।

২০২২ সালের জুনে এই বিষয়ে প্রথম ধারণা প্রকাশ করে গ্যারম্যান বলেন, এম৩ প্রসেসর চালিত ১৩ ও ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার ও নতুন এক শ্রেণির আইম্যাক বাজারে আনার লক্ষ্যে কাজ করছে অ্যাপল।

বিস্তারিত পড়ুন: নতুন ম্যাকবুক এয়ার, আইম্যাকে এম৩ চিপ থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *