নতুন ম্যাকবুক আনল অ্যাপল

এম২ প্রো চিপে চলা ম্যাকবুকটিতে ৮ কোর সিপিউ, ১০ কোর জিপিউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট), ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অপর দিকে এম২ ম্যাক্স চিপে চলা ম্যাকবুকে রয়েছে ১০ কোর সিপিউ, ১৬ কোর জিপিউসহ ১৬ গিগাবাইট র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৪ এবং ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুকগুলোতে থান্ডারবোল্ট ৪ পোর্টের পাশাপাশি একটি করে ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।

বিস্তারিত পড়ুন: নতুন ম্যাকবুক আনল অ্যাপল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *