নতুন নোকিয়া স্মার্টফোনে থাকছে এন্ড্রয়েড গো ভার্সন, বের করতে পারবেন ব্যাটারিও

এইচএমডি গ্লোবাল (HMD Global) তার নতুন এন্ট্রি লেভেল ফোন Nokia C02 লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে Android Go ভার্সন রয়েছে। Nokia C02-তে একটি 5.45-ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশনFWVGA+। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনটি পানি এবং ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং পেয়েছে।

বিস্তারিত পড়ুনঃ নতুন নোকিয়া স্মার্টফোনে থাকছে এন্ড্রয়েড গো ভার্সন, বের করতে পারবেন ব্যাটারিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *