এইচএমডি গ্লোবাল (HMD Global) তার নতুন এন্ট্রি লেভেল ফোন Nokia C02 লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে Android Go ভার্সন রয়েছে। Nokia C02-তে একটি 5.45-ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশনFWVGA+। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনটি পানি এবং ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং পেয়েছে।
বিস্তারিত পড়ুনঃ নতুন নোকিয়া স্মার্টফোনে থাকছে এন্ড্রয়েড গো ভার্সন, বের করতে পারবেন ব্যাটারিও