সামাজিক সাইট রেডিটের ব্যবস্থাপনা বিভাগের নতুন নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্রিটিশ টক শো উপস্থাপক জন অলিভারের ছবি পোস্ট করছেন ব্যবহারকারীরা।
রেডিটের ডেটায় প্রবেশাধিকার পেতে অ্যাপ নির্মাতাদের আর্থিক ফি দিতে হবে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় কোম্পানির এমন ঘোষণার পর থেকেই প্রতিবাদ শুরু হয় সাইটটিতে। কোম্পানি বলছে, সাইট চালানোর খরচ তুলতে এই বদল জরুরী ছিল।
বিস্তারিত পড়ুনঃ নতুন নিয়মের প্রতিবাদে রেডিট ভরে গেল জন অলিভারের ছবিতে