নতুন টুইটারপ্রধানের টুইট: ব্যবহারকারীদের মতামত নিয়েই তৈরি হবে টুইটার ২.০

টুইটারের নতুন প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো আগামী ছয় সপ্তাহের মধ্যে টুইটারের ব্যাবসায়িক দায়িত্ব নিতে যাচ্ছেন। টুইটারের প্রধান নির্বাহী হওয়ার পর লিন্ডা ইয়াকারিনা শনিবার প্রথমবারের মতো টুইট করেন। তিনি লেখেন, ‘ইলন মাস্কের লক্ষ্য হলো একটি সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করা। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফরমটির রূপান্তর ঘটাতে মাস্ককে সহায়তা করতে চাই।’ আরেকটি টুইটে বলেন, ‘আমার  ফলোয়ার বেড়েছে। এখনো ইলন মাস্কের মতো তৎপর হয়ে উঠতে পারিনি। তবে এখন টুইটারের ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় ব্যবহারকারীদের মতামত গুরুত্বপূর্ণ। চলুন, পারস্পরিক সহযোগিতায় আমরা টুইটার ২.০ (এভরিথিং অ্যাপ) তৈরি করি।’ এর আগে তিনি এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপনপ্রধানের পদে ছিলেন। সেখানে তিনি যোগ দেন ২০১৬ সালে। তাঁর নেতৃত্বেই কম্পানিটির বিজ্ঞাপন ব্যবসা বড় হয়।

উল্লেখ্য, এখন থেকে ইলন মাস্ক সিটিও হিসেবে শুধু পণ্য, সফটওয়্যার ও সিস্টেম অপারেশনস খাত সমলাবেন।    সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *