চিপ নকশায় শীর্ষ কোম্পানি ‘আর্ম’ মোবাইল ডিভাইসের জন্য নতুন প্রযুক্তি উন্মোচন করেছে এবং একইসঙ্গে তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা ‘মিডিয়াটেক’ ঘোষণা দিয়েছে আগামীতে এই প্রযুক্তি নতুন পণ্যে ব্যবহার করবে।
দীর্ঘদিন যাবত বাজারে সস্তা ও মাঝারি মানের ফোনের চিপ তৈরি করা মিডিয়াটেক প্রিমিয়াম ফোন চিপের বাজার ধরার চেষ্টা করছে। একসময় সে বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী কোয়ালকোমের সঙ্গে আবার লাইসেন্স চুক্তি নিয়ে গত এক বছর ধরে আর্মের আইনি লড়াই চলছে।
বিস্তারিত পড়ুনঃ নতুন চিপ প্রযুক্তির ঘোষণা আর্মের, লুফে নিল মিডিয়াটেক