নিজেদের পণ্যে যুক্ত হতে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টুল কর্মীদের দেখিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাস্তবায়নাধীন এসব এআই টুলের মধ্যে রয়েছে চ্যাটজিপিটির মতো চ্যাটবট, যা মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। নতুন যুক্ত হতে যাওয়া এআই টুলের মধ্যে ইনস্টাগ্রামে লিখিত প্রম্পট থেকে ছবির পরিবর্তন সুবিধা দেখিয়েছে মেটা। এ ছাড়া মেসেজ লেখার ক্ষেত্রে লিখিত প্রম্পট থেকে ইমোজিও তৈরি হবে। এখন ইনস্টাগ্রামে ছবির জন্য বিভিন্ন ফিল্টার ব্যবহার করা যায়।
বিস্তারিত পড়ুনঃ নতুন এআই টুলের নমুনা দেখাল মেটা