সাশ্রয়ী দামে নতুন ফোন আনল নকিয়া। মডেল নকিয়া সি ৩২। এই ফোন দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। সম্প্রতি চীনের বাজারে ফোনটি এসেছে।
তিনটি রঙে পাওয়া যাবে নকিয়ার নতুন এই হ্যান্ডসেট।
নকিয়া সি৩২ একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। এ বছর ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সময়ে এই ফোন প্রকাশ্যে এসেছিল।
নকিয়ার নতুন এই হ্যান্ডসেটে রয়েছে ইউনিসক এসসি৯৮৬৩এ চিপসেট। যা এন্ট্রি লেভেলের ফোনে দেখা যায়।
বিস্তারিত পড়ুনঃ নকিয়া সি৩২: কম দামের স্মার্টফোন