আইফোন মন্থর বা ধীরগতিতে চলার কিছু কারণ রয়েছে। পুরোনো সফটওয়্যার, তথ্য রাখার জায়গা (স্টোরেজ) ফাঁকা না থাকা, নেপথ্যে চলা অ্যাপের প্রভাবসহ আরও কিছু কারণে গতি কমে আসে। ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হলো, ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের অফিশিয়াল সাপোর্ট পেজে এ সমস্যা সমাধানে সহজ কিছু টিপস দিয়েছে। দেখে নেওয়া যাক কয়েকটি টিপস।
বিস্তারিতঃ ধীরে চলছে আইফোন, গতি বাড়াবেন যেভাবে