প্রদর্শনী চলাকালে টানা ২০ ঘণ্টা একই কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল ‘ডিজিট’ রোবট। রোবটের জন্য চা বিরতি বলে কিছু নেই। তাই ক্লান্তি তাকে ক্ষমা করেনি। হাতের মধ্যে বক্স নিয়েই পড়ে গেছে ডিজিট। এর নির্মাতা কম্পানি অবশ্য টানা ২০ ঘণ্টা কাজ করিয়ে নিতে পারায় বেশ খুশি। তাদের দাবি, টানা ২০ ঘণ্টা কাজ করে রোবটটির সাফল্যের হার ৯৯ শতাংশ।
সূত্র : সুপার ব্লন্ড