ক্রিপ্টোমুদ্রা ‘টেরাইউএসডি’ ও ‘লুনা’ ধসের পেছনে থাকা ক্রিপ্টো বস ডু কুওনকে চার মাসের কারাদণ্ড দিয়েছে মন্টেনেগ্রোর আদালত।
মামলায় দাপ্তরিক কাগজপত্র জাল করার অভিযোগে দোষী সাব্যস্ত হন কুওন।
মার্চে মন্টেনেগ্রর রাজধানী পাদগোরিৎচা বিমানবন্দর থেকে দুবাইয়ের ফ্লাইট ধরার সময় গ্রেপ্তার হন তিনি।
গত বছর দুটি ক্রিপ্টো ডিজিটাল টোকেন ধস নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় মামলার মুখে পড়েন কুওন।
বিস্তারিত পড়ুনঃ দ. কোরিয়ার ‘ক্রিপ্টো কিং’ ডু কুওনের চার মাসের কারাদণ্ড