দ্রুতগতিতে ও সহজে ই-মেইল লেখার জন্য গুগল চ্যাট ওয়েবে যুক্ত হচ্ছে স্মার্ট কম্পোজ ফিচার। লেখালেখির জন্য ফিচারটি আগেই যুক্ত করা হয়েছে জিমেইল ও গুগল ডকে। এবার সহকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে বা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে কাজে লাগবে ফিচারটি। টাইপ করার সময় বাক্য শেষ করতে বিভিন্ন সাজেশন দেখা যাবে।
বিস্তারিত পড়ুনঃ দ্রুত লিখতে গুগল চ্যাটে স্মার্ট কম্পোজ