টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে চার হাজার বর্গফুট আয়তনের এই বাড়ি তৈরি করতে গিয়ে এর কংক্রিটের বিভিন্ন স্তর বের করে আনার সময় যন্ত্রটি ‘মৃদু শব্দ করে একটু একটু করে এগিয়ে যায়’ বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
বাড়িটির নকশাবিদ ও ডিজাইন স্টুডিও ‘হ্যানা’র সহ-প্রতিষ্ঠাতা লেসলি লক বলেন, এই বাড়ি নির্মাণে প্রিন্টিংয়ের পেছনে সময় লাগবে তিনশ ৩০ ঘন্টা।
“অনেক রাজ্যেই আপনি বেশ কিছু সংখ্যক থ্রিডি প্রিন্ট করা বাড়ি খুঁজে পাবেন।” –বলেন লক।
“একটি দোতলা বাড়ি প্রিন্ট করতে আপনার অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো এর যন্ত্র। এতে অনেক চ্যালেঞ্জও রয়েছে। এর উদাহরণ হিসেবে ধরা যায়, দোতলা বাড়ি প্রিন্ট করার সময় বিভিন্ন কাঠামোগত চ্যালেঞ্জ ও লজিস্টিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলো।”
বিস্তারিত পড়ুন: দোতলা বাড়ি বানিয়ে ‘নতুন উচ্চতায়’ থ্রিডি প্রিন্টিং