দেশে ২০২৩ মডেলের হোন্ডা সিবিআর ১৫০আর মোটরবাইক এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। মোটরবাইকটিতে এয়ার ফিল্টার হিসেবে ভিসকস পেপার ফিল্টারের পাশাপাশি প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (পিজিএম-এফআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। লিকুইড কুলড ইঞ্জিনে দ্রুতগতি তোলার জন্য রয়েছে ওয়েট স্লিপার ক্লাচ। ফলে নিরাপদে পথ চলার পাশাপাশি স্পোর্টস বাইকের অভিজ্ঞতা মিলবে হোন্ডা সিবিআর ১৫০আর মোটরবাইকে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরবাইকটি প্রদর্শনের পাশাপাশি বাজারে আনার ঘোষণা দেন বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা শিগেরো মাতসুজাকি।
বিস্তারিত পড়ুনঃ দেশে নতুন মডেলের হোন্ডা সিবিআর