বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে গতকাল রবিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ই-কমার্স সামিটের দ্বিতীয় অধিবেশন। দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের ই-কমার্স সেক্টরে কর্মরত বিশেষজ্ঞ, সিদ্ধান্ত প্রণেতা ও চিন্তাবিদরা অংশ নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। চারটি কিনোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডি ও একটি পলিসি ডায়ালগের সমন্বয়ে এ বছরের ই-কমার্স সামিট আয়োজিত হয়। বিশেষজ্ঞ আলোচকরা উন্নয়নশীল প্রযুক্তি, জালিয়াতি নিরাপত্তা, ভোক্তা পুনরাবৃত্তি, লজিস্টিক ম্যানেজমেন্ট, পেমেন্টসহ ই-কমার্স সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বিস্তারিত পড়ুনঃ দেশে দ্বিতীয়বারের মতো ই-কমার্স সামিট অনুষ্ঠিত