অডির ইলেকট্রিক গাড়ি ‘ই-ট্রন’ চলছে দেশের রাস্তায়। প্রোগ্রেস মোটরস ইম্পোর্টস লিমিটেড পরিবেশবান্ধব এ গাড়ি বাজারজাত করেছে। এ প্রতিষ্ঠানটি দেশের বাজারে অডির একমাত্র পরিবেশক। এই গাড়িগুলোর দাম ১ কোটি ৫৯ লাখ টাকা। বৈদ্যুতিক এই গাড়ি একবার চার্জ দিলে চালানো যায় ৩০০ কিলোমিটার পর্যন্ত। গাড়ি স্টার্ট নেওয়ার পর খুব কম সময়ে বাড়ানো যায় এর গতি। এই গাড়ি নিয়ে অলকানন্দা রায়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে প্রোগ্রেস মোটরস ইম্পোর্টস লিমিটেডের বিপণন বিভাগের প্রধান সাফায়েত বিন তৈয়ব।
বিস্তারিত পড়ুনঃ দেশের সড়কে ইলেকট্রিক গাড়ি অডি ই-ট্রন